প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : ঈদের দিন শাহরুখ দেখা দেবেন না, শুভেচ্ছা জানাবেন না! এমনটা কি হতে পারে! ইংরাজীদের অনুরাগীদের শুভেচ্ছা জানাতে রীতি মেনে মন্নতের সামনে এলেন শাহরুখ খান। সঙ্গে ছিল আব্রামও।
সামনে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে ঈদের শুভেচ্ছা জানালেন তিনি। এমনিতেই ঈদের দিন মন্নতের সামনে ভক্তদের উপস্থিতি অনেকটা রিচুয়ালের মত হয়ে গিয়েছে। প্রতিবছর বাড়িতে থাকলে ঈদের সময় শাহরুখ খান গ্যালারিতে এসে ভক্তদের দেখা দেন।
তোলেন সেলফিও। সেই কারণে এই উৎসবের দিনে পছন্দের তারকাকে শুভেচ্ছা জানাতে উপচে পড়ে ভিড়। এবারেও তার অন্যথা হলো না। শাহরুখ খানকে এদিন শুভেচ্ছা জানাতে দূর-দূরান্ত থেকে ভক্তরা এলো ছুটে। এদিন দিনভর শাহরুখের বাড়ির সামনে ভক্তদের আনাগোনা থাকবে বিস্তর তা বলাই বাহুল্য।