প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : কিছুদিন আগে জামিন পাওয়ার পরেই আবারও মাদক মামলায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। যদিও সুশান্ত সিং মামলায় ক্লিনচিট এখনও পান নি অভিনেত্রী তা সত্বেও আবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর।
এনসিবি সূত্রের খবর, অভিনেত্রীর বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে রিয়া সহ আরও ৩৪ জনের নাম রয়েছে। এই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর নামও জড়িয়েছে। এনসিবি সূত্রে জানা গিয়েছে, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে বেশ কয়েকবার গাঁজা সরবরাহ করেছিলেন বলে অভিনেত্রী।
গাঁজা কেনাবেচার জন্য অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে ১০ বছরের বেশি জেল হতে পারে রিয়ার।
খসড়া অভিযোগ অনুসারে, সমস্ত অভিযুক্তরা ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, কোনো অনুমতি বা অনুমোদন ছাড়াই মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের মধ্যে তাঁরা গাঁজা, চরস, কোকেন এবং অন্যান্য মাদকদ্রব্য সেবন করেছেন।