প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তির এখনও প্রায় এক মাস বাকি। তার আগেই হায়দরাবাদে ‘লাল সিং চড্ডা’ ছবির একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন আমির খান । আর সেই স্ক্রিনিং দেখার পর ছবির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল দক্ষিণী তারকাদের।
লাল সিং চড্ডা’ ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন নাগা চৈতন্য। ছবিতে তাঁকে আমির খানের বন্ধু বালার চরিত্রে দেখা যাবে।
এই বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুনও। ছিলেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবি, পরিচালক এস এস রাজামৌলি, ‘পুষ্পা’ পরিচালক সুকুমার ছাড়াও এদিনের স্ক্রিনিংয়ে এসেছিলেন রাম চরণ তেজাও।
প্রসঙ্গত, টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ ছবির হিন্দি রিমেক ‘লাল সিং চড্ডা’। এই ছবির পরিচালনায় অদ্বৈত চন্দন। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন একসঙ্গে আমির খান, কিরণ রাও ও ভায়াকম ১৮ মোশন পিকচার্স। এই ছবিতে আমির খানকে ‘থ্রি ইডিয়টস’-এর পর ফের করিনা কপূর ও মোনা সিংহের সঙ্গে কাজ করতে দেখা যাবে।