সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে মৃত গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) তেহট্ট থানার শ্রীরামপুর এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম তহমিনা বিবি। বয়স আনুমানিক চল্লিশ বছর। জানা যায়, গতকাল রাতে শ্রীরামপুর এলাকায় নিজের বাড়ি থেকে কিছুটা দূরে একটি ব্যাঙ্কে যাচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার জন্য। সঙ্গে ছিলেন প্রতিবেশী এক গৃহবধু।
দুজনে টাকা তুলে ফেরার পথে হঠাত্একজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তহমিনার পেটে আচমকা আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তার চিত্কার চেঁচামেচিতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এরপর পথচারীরা তহমিনাকে রক্তাক্ত অবস্থায় তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যান। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রতিবেশী মহিলা এবং মৃতার পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই ঘটনার পিছনের কারণ। আগে কারওর সঙ্গো কোনও শত্রুতা ছিল কী না তা খতিয়ে দেখছে পুলিশ।