প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : মায়ের মদতে স্বামী কে কিডন্যাপ, চলছে অকথ্য অত্যাচার, আবার এই সব চলছে পুলিশের নাকের ডগায়।
এমনটাই চমক দেখা গেলো রণবীর পত্নী আলিয়া ভাট অভিনীত ছবি “ডার্লিংস” ছবির ট্রেলারে। এই ছবির হাত ধরেই ওটিটি ডেবিউ তাঁর। সঙ্গে বরাবরের মতো নজরকাড়া শেফালি শাহ।
এই ছবিতে তিনি আর শেফালি শাহ ছাড়াও মূল চরিত্রে আছেন বিজয় বর্মা। তিনিই আলিয়ার স্বামীর চরিত্রে অভিনয় করছেন। শেফালি হয়েছেন আলিয়ার মা। মা মেয়েতে মিলে জামাইকে যে ঘোল খাইয়ে ছেড়েছেন, ট্রেলারেই তা স্পষ্ট।
ট্রেলারে দেখা গেছে, আলিয়া নিখুঁত প্ল্যানে কিডন্যাপ করে নিজের স্বামী কে, আর চালাতে থাকে অত্যাচার তার মায়ের মদতে। সব টাই খুব নিখুঁত ভাবে প্ল্যান করে একদম পুলিশের নাকের ডগা দিয়ে চলতে থাকে মা ও মেয়ের এই সব কান্ড কারখানা। কিন্তু কেনো? সবার মনেই এক ই প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর পাওয়াযাবে একমাত্র ৫ঐ আগস্ট।
নেটফ্লিক্সের পর্দায় ৫ অগস্ট মুক্তি পাবে ‘ডার্লিংস’। নেটফ্লিক্সের ছবি নিয়ে এমনিতেই উন্মাদনার শেষ নেই। তার উপর ‘ডার্লিংস’ আলিয়ার ওটিটি ডেবিউ হিসেবে আলাদাভাবে প্রত্যাশার পারদ চড়িয়েছে।
আর সোমবার লঞ্চ হওয়া ট্রেলার এর ধোঁয়াশা ভরা মুহূর্ত আলিয়া ভক্ত দের মধ্যে কাউন্টডাউন শুরু করিয়ে দিয়েছে।