প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : বিগ বি’ র বিগ ফ্যান রশ্মিকা
“অমিতজি’র সঙ্গে স্ক্রীন শেয়ার করতে পারাটা আমার কাছে স্বপ্ন। ওনার থেকে অনেক কিছু শেখার আছে। গুডবাই আমার জন্য খুব স্পেশাল।” সম্প্রতি অমিতাভ প্রসঙ্গে এমনই মন্তব্য করতে দেখা গেল রশ্মিকাকে। ‘পুষ্পা’ ছবির মুক্তির পর রশ্মিকা মান্দানা গোটা ভারতের ‘হট ফেভারিট’। দক্ষিণী ছবির তারকা অভিনেত্রী এখন রাজত্ব করছেন দেশের সকলের মনে।
একের পর এক বলিউড ছবিতে কাজ করছেন রশ্মিকা। রণবীর কপূরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ , সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘মিশন মজনু’, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুড বাই’ ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও টাইগার শ্রফের বিপরীতে
ধর্মা প্রোডাকশনসের ব্যানারে শশাঙ্ক খৈতানের পরিচালনায় একটি ছবিতে থাকছেন রশ্মিকা।
জানা গেছে অ্যাকশন ঘরানার সিনেমাটির নাম হতে চলেছে ‘স্ক্রু ঢিলা’। মুভির কেন্দ্রীয় চরিত্রে আছেন টাইগার শ্রফ। সিনেমাটির প্রথম পর্বের শুটিং হবে ইউরোপ এবং দ্বিতীয় পর্ব শুট হবে ভারতে।২০২৩ সালে মুক্তি পাবে সিনেমাটি।