প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : বাংলা গানে এখন হট ফেভারিট হয়ে উঠেছেন নার্গিস ফকরি। সংগীতশিল্পী আনিকার নতুন গান ‘পালাবি কোথায়’ এর ৩৪ সেকেন্ড এর টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। আর সেখানেই নার্গিসের হটলুক রীতিমতো উত্তাপ বাড়িয়েছে। তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল টিএম রেকর্ডসের গানটির পুরো শুটিং করা হয়েছে মুম্বাইতে।
উচ্ছ্বসিত আনিকা বলেছেন, “এ গানটি আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশান। এজন্য তাপস ভাই এবং ভাবির কাছে কৃতজ্ঞ। কারণ তারা আমার ভেতর থেকে সত্যিকারের আমিকে খুঁজে এনে প্রকাশের সুযোগ দিয়েছেন।”
প্রসঙ্গত এটাই প্রথমবার নয়, চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে মডেল হন বলিউড অভিনেত্রী। বাংলাদেশের লুইপা ও শামিমের কণ্ঠে ‘মনেরই খবর’ গানে নাচতে দেখা গিয়েছিল নার্গিসকে। যদিও তার আগে বাংলাদেশি শিল্পী কৌশিক হোসেনের গাওয়া ‘নিত দিন জিয়া মারা’ শিরোনামে নতুন একটি হিন্দি গানে মডেল হয়েছিলেন তিনি।