প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : হলিউড তারকা ব্র্যাড পিট অভিনীত ছবি ‘বুলেট ট্রেন’ মার্কিন যুক্তরাষ্ট্রের একদিন আগে ভারতে মুক্তি পেতে চলেছে।
অর্থাৎ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবে ৫ আগস্ট সেখানে ভারতীয় দর্শকরা ছবিটি দেখবে ৪ আগস্টেই। ‘ডেডপুল ২’ পরিচালক ডেভিড লেইচ দ্বারা পরিচালিত এই ছবিটিতে হলিউডের জনপ্রিয় স্টার কাস্ট থাকছে।
২০১৯ সালের পর ব্র্যাড পিট আরও একবার গুরুত্বপূর্ণ ভূমিকায় বড় পর্দায় ফিরে এসেছেন, অভিনেতা স্যান্ড্রা বুলককেও সিনেমাটিতে দেখা যাবে।
অভিনেতা অ্যারন টেলর-জনসনকে মার্ভেলের ক্র্যাভেন দ্য হান্টারের চরিত্রে দেখা যাবে। সোনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া ছবিটিকে ভারতে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি করতে চলেছে।