প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : এবার ওয়েবে আসতে চলেছে মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবনযুদ্ধের কাহিনি ৷ তাও আবার পরিচালক হনসাল মেহতার হাত ধরে। বেশ কয়েকটি সিজন ধরে বাপুর জীবনকে তুলে ধরা হবে একটি সিরিজের মাধ্যমে ৷
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এই পুরোধা ব্যক্তিত্বের জীবনের গল্পকে পর্দায় আনতে নির্মাতারা মূলত দুটি বইয়ের সাহায্য নিয়েছেন ৷
ঐতিহাসিক রামচন্দ্র গুহের গান্ধি ‘বিফোর ইন্ডিয়া’ এবং ‘গান্ধি: দ্য ইয়ারস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’ এই দু’টি বইয়ের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই সিরিজ ৷ গান্ধির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্ক্যাম ১৯৯২ স্টার প্রতীক গান্ধিকে।
২০২০ সালে ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ সিরিজটি ছিল হনসল মেহতার প্রযোজনায় তৈরি।
মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দে আপ্লুত ৪২ বছরের অভিনেতা প্রতীক গান্ধী। তিনি বলেন, ‘মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে সৌভাগ্যের।
নাট্যজীবন থেকে শুরু করে দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এই ধরনের লেজেন্ডারি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই জার্নিটা শুরু করতে চাই।‘