প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : সকাল সকাল নীল রঙের পাঞ্জাবি, কপালে তিলক, গলায় আকন্দের মালা বিশ্বনাথ মন্দিরের ফটকের সামনে ফ্রেমবন্দি মুহূর্ত শেয়ার করে লিখলেন, ভোর বেলায় পুজো দিলাম বিশ্বনাথের কাছে, হর হর মহাদেব।
কলকাতার শুটিং শেষ। এবার বারাণসীর পালা। “প্রজাপতি” গোটা টিম নিয়ে দেব পাড়ি দিয়েছেন মনিকর্নিকার শহরে। ‘প্রজাপতির’ শুটিং করতেই সেখানে পৌঁছেছেন অভিনেতা। আর যখন গন্তব্য বারাণসি তখন মহাদেবের কাছে না গেলেই নয়।
সঙ্গী পরিচালক অভিজিৎ সেন, ‘টনিকের’ পর ফের আবারও প্রজাপতি সিনেমায় একসঙ্গে দেব এবং অভিজিৎ।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানান দিয়েছিলেন, বারাণসি যাচ্ছেন তিনি। ‘প্রজাপতির’ কলকাতার শুটিং শেষ। এবার বেনারসের পালা। গতকাল গঙ্গার ঘাটে বসেই দর্শকদের জানান যে পৌঁছে গেছেন।
অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন তার সঙ্গে। রাজনৈতিক তিক্ততা ভুলে দিব্য কাজ করছেন দুই অভিনেতা। যথারীতি শুটিং শুরু করার আগেই মহাদেবের আশীর্বাদ নেওয়া আবশ্যিক।