-Advertisement-

২২ শে শ্রাবণে তিলোত্তমায় অক্ষয়

বিনোদন

প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : ২২ শে শ্রাবণে কলকাতায় আশ্চর্য্য সমাপতন, কবিগুরুর প্রয়ানদিবসে “রক্ষাবন্ধন” ছবির প্রচারে কলকাতায় এলেন অক্ষয় কুমার।

-Advertisement-


যাঁর হাতে করেই শুরু হয়েছিল রক্ষাবন্ধন উৎসব সেই কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কলকাতায় প্রচারে এলেন অক্ষয়কুমার ও ছবির বাকি কলাকুশলী রা।


বৃষ্টিভেজা সোমবারে ছবির প্রচারে এক ঝঠিখা সফরে নিজের প্রথম চাকরির শহরে এসে আবেগে ভাসলেন তিনি।

-Advertisement-

অক্ষয়ের শেষ কয়েকটি ছবি ব্যবসার নিরিখে সে অর্থে সাড়া ফেলতে পারেনি। বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তাই এই ছবির উপর অক্ষয় ফ্যানেদের যথেষ্ট আশা থাকবে ৷

-Advertisement-

১১ অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ বক্স অফিসে এই ছবি মুখোমুখি লড়াই দেবে আমির খানের লাল সিং চাড্ডার সঙ্গে ৷ কিছুদিন আগেই এই দুটি ছবিই বয়কটের ডাক দিয়েছিল নেটিজেনরা। সেই প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয়। কলকাতায় এসে অক্ষয় বলেন, ‘সব ছবির সঙ্গেই আর্থিক সংযোগ থাকে। তাই ছবি হলে চলা সবচেয়ে বেশি দরকার। তাই দয়া করে ছবিকে সাপোর্ট করুন।’

ছবিতে তাঁর বোনেদের চরিত্রে দেখা যাবে সাদিয়া খাতিব, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত এবং সাহেজমিন কাউরকে ৷ ছবির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পণ নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা। এখনও এই ভারতে যে পণ নেওয়া ও দেওয়ার রীতির প্রচলন রয়েছে, তা এখন অনেকেই উপহার হিসাবে তুলনা করেন। তবে এই ছবিতে সেরকম কোনও বিরোধিতা নেই।

অক্ষয়ের সঙ্গে এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভূমি পেডনেকরকে ৷ আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে উঠে আসবে এক সাধারণ মিষ্টি সম্পর্কের গল্প ৷ছবিতে অক্ষয় কুমারের চরিত্রটি এক ভাইয়ের । যার মাথায় রয়েছে চার বোনকে ভাল ঘরে বিয়ে দেওয়ার দায় ৷ পরিস্থিতি প্রতিকূল, সেই পরিস্থিতিতেই বোনেদের বিয়ে দেওয়ার জন্য টাকা এবং পাত্র জোগাড়ের চেষ্টায় রত গল্পের নায়ক ৷

তবে সোমবার শহরে এসে আবেগপ্রবণ অক্ষয়। প্রথম চাকরি করার দিনগুলোতে অবসর সময় গ্লোব সিনেমায় সিনেমা দেখতেন তিনি। তবে সেই গ্লোব সিনেমা আর নেই। এমনকী তাঁর পুরনো বন্ধু আশিসের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরনো দিনের স্মৃতি মন্থনে নস্টালজিয়ায় ভাসলেন অক্ষয়।

Share this page:

Leave a Reply

Your email address will not be published.

-Advertisement-