প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : অবশেষে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন এই বছরেরই বিয়ে করছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।
প্রসঙ্গত রিচা চাড্ডা এবং আলি ফজলের বিয়ে ঠিক ছিল ২০২০ র মার্চে। কিন্তু সেসময় করোনার জন্য তাঁদের বিয়ে ভেস্তে যায়। অবশেষে তাঁরা ২০২২ এ বিয়ে করবেন বলে ঠিক করেছেন।
২০২২ সালে বিয়ের পরিকল্পনার কথা অবশ্য আগেই জানিয়েছিলেন অভিনেতা আলি ফজল।
এই মুহূর্তে রিচা এবং আলি দুজনেই ব্যস্ত রয়েছেন তাঁদের কাজ নিয়ে। তবে রিচা চাড্ডা জানিয়েছেন এ বছর সব কাজের মধ্যেও সময় বার করে তাঁরা বিয়ে করেই নেবেন। তবে করোনার বিষয়টিও তাঁরা মাথায় রাখছেন বলে জানান।
আপাতত বিয়ে কোন বছর হচ্ছে, তা জানা গেলেও, কোন তারিখে হচ্ছে, তা অবশ্য নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। তাই এবার বিয়ের দিন ঘোষণার দিকেই অপেক্ষা সবার।