সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এবিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ”অনুব্রত মণ্ডল হল মাফিয়া। মমতার প্রশয়ে আশ্রয়ে রয়েছেন। মুদির দোকান থেকে মাগুর মাছ বিক্রি করতেন, সে এখন এক হাজার কোটির মালিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এসব।
অনুব্রত মণ্ডল অত্যাচার করেছেন, ভোট পরবর্তী সময়ে অনেক খুনও হয়েছে তার ইশারায়। মুড়ির টিনে যাঁদের যাঁদের টাকা পাঠিয়েছেন সেই নামগুলো বলবেন এটাই আশা রাখি।’
এতেই থেমে থাকেননি শুভেন্দু তিনি বলেন, আগামী দিনে রাজ্যের আরো নেতা এই দুর্নীতির সাথে যুক্ত তা বেরিয়ে আসবে।
আপনাদের কি মনে হয় তৃণমূলের কি একজন বা দুজন নেতাই দুর্নীতির সাথে যুক্ত ছিল , আর বাকি সব নেতা সাধু! রাজ্যের জনসাধারণ ভালো করেই জানে তৃণমূল নেতারা কি করতে পারে আর কি করতে পারে না।
তৃণমূলের এই নেতারা রাজ্যের উন্নয়নের জন্য নয় নিজের উন্নয়নের জন্য কাজ করে থাকে। আর যা আমরা এর আগেও দেখেছি। বিগত ১০ বছরে রাজ্যের কি অবস্থা হয়েছে দেখুন।”