প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : তাপসী পান্নুকে নিয়ে দোবারা
ছবির প্রচারে ব্যস্ত অনুরাগ কাশ্যপ। ১৯ অগস্ট প্রেক্ষাগৃহে আসছে এই ছবি।
ঠিক তার আগে বৃহস্পতিবার তিলোত্তমার এক পাঁচ তারা হোটেলে হাজির হলেন তাপসী। অস্ট্রেলিয়া থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক।
তাই নায়িকাকে সঙ্গ দিতে হাজির হয়েছিলেন অভিনেতা পাভেল গুলাটি এবং প্রযোজক একতা কপূর।সাংবাদিকদের সঙ্গে ছবি নিয়ে চলল দেদার আড্ডা।

‘মনমর্জিয়াঁ’ ছবির পর আবার একসঙ্গে তাপসী-অনুরাগ। তাঁদের নতুন ছবি ‘দোবারা’। নির্মাতাদের দাবি ছবির পরতে পরতে থাকবে রহস্য। এই ছবি ভৌতিক নাকি কল্পবিজ্ঞানের তা বোঝা সত্যিই বেশ কঠিন।
বয়কট ট্রেন্ড প্রসঙ্গেও মুখ খুললেন নায়িকা। বললেন ছবি বয়কট বিষয়টি এখন কৌতুকের পর্যায়ে চলে গেছে। এসবে আর ভয় পান না তিনি।