প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : বোল্ড ফটোশুটে শ্রীদেবী কন্যা খুশি
বলিউডে পা রাখার জন্য একেবারে প্রস্তুত খুশি কাপুর। সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি জিগ-জ্যাগ টপ এবং কাট-আউট স্কার্ট পরে ছবি শেয়ার করেছেন।

তাঁর বোল্ড লুকে ঘায়েল নেটিজেন। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে খুশির লেটেস্ট ফটোশ্যুটগুলি।

আপাতত তিনি ব্যস্ত তাঁর বলিউড ডেবিউ নিয়ে। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন বনি কাপুর এবং শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর।
নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই সিরিজ। ১৯৬০-এর মিউজিক্যাল ‘দ্য অর্চিস’ এর ভারতীয় সংস্করণে বেটির চরিত্রে দেখা যাবে খুশিকে। যদিও এই ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ কন্যা সুহানা সহ অন্যান্য স্টার কিডরা।