প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : উফ…উরফি! হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদকে দেখে নেটিজেনরা আপাতত এটাই বলছে। কারণ, উরফি রোজ রোজ চমক দিচ্ছেন। তবে এবার তিনি ভেঙে ফেললেন নিজের আগের রেকর্ড।
এবার পোশাকে উরফি ব্যবহার করলেন হাজারখানেক ব্লেড! হ্যাঁ, ব্লেড দিয়ে তৈরি পোশাক পরেই ঘুরতে দেখা গেল উরফি জাভেদকে।কখনও প্লাসটিকের পোশাক, কখনও কাগজের, আবার কখনও সারা শরীরের দড়ি জড়িয়ে বেরিয়ে পড়েন রাস্তায়।
অভিনব ফ্যাশনের জন্য উরফি কিন্তু সবার নজর কাড়ে বার বার। আর এবার উরফি যেটা করেছে তা দেখে সবার চক্ষু চড়ক গাছ।হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি।
পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে আপাতত তুমি খবরে থাকছেন নিজের ফ্যাশন স্টেটমেন্ট এর জন্য।