প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : দেবের প্রযোজনায় এবার নটি বিনোদিনীর ভূমিকায় আত্মপ্রকাশ করছেন রুক্মিণী মৈত্র। সোমবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। ছবি পোস্ট করলেন দেব ও রুক্মিণী।
নারী হয়েও শ্রীচৈতন্য-র চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদিনী। আর সেই লুকে দেখা যাচ্ছে রুক্মিনী মৈত্রকে। বাকি চরিত্রে কারা কারা রয়েছেন সে বিষয়ে এখন কিছু জানা যায়নি।
রুক্মিণী টিজার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘এই ছবিটা আমার কাছে আর পাঁচটি ছবি নয়।
বরং ‘ভারতীয় মঞ্চের রানি’র প্রতি শ্রদ্ধাঞ্জলী।‘ যিনি পথ দেখিয়েছেন বহু প্রজন্মের শিল্পীদের। পুরুষতান্ত্রিক সমাজে এক মহিলার যাত্রা। এক না-বলা গল্প। আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালবাসার প্রয়োজন।
বিগত চার বছরে টলি সুপারস্টার দেব অনেকটাই পাল্টে নিয়েছেন অভিনয়ের ধরন। বাণিজ্যিক ছবির পাশাপাশি একটু ভিন্ন স্বাদের গল্পে নিজেকে বার বার প্রমাণ করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি করছেন প্রযোজনাও।
এটাই রামকমল মুখোপাধ্যায়ের প্রথম বাংলা ছবি পরিচালনা। নটী বিনোদিনী-র জীবনী নিয়ে তৈরি এই কাহিনীর মূলেই রয়েছে বিনোদিনী দাসীর বর্ণময় জীবন, তাঁর বাংলার নাট্যমঞ্চে যাঁর দাপট আজও চর্চিত।
১৪৮ বছর আগের চরিত্রকে পর্দায় তুলে ধরাটা যতটা নস্ট্যালজিয়ার, ততটাই কঠিন কাজ। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে।