প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : আবার বড় পর্দায় ‘অরণ্যের দিনরাত্রি’
অপরাজিত ছবিতে খুব সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কমল। এবার অরণ্যের দিনরাত্রি ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিতে প্রস্তুত তিনি। সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭০ সালে।

সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ জানিয়ে অরণ্যের দিনরাত্রি উপন্যাস অবলম্বনে এবার ছবি পরিচালনা করতে চলেছেন অরুণ রায়।বৃহস্পতিবার নতুন এই ছবির ঘোষণা করে, প্রথম লুক প্রকাশ্যে এনেছে প্রমোদ ফিল্মস।
অসীম, সঞ্জয়, হরি এবং শেখরদের গল্প ফের আসছে রুপোলী পর্দায়।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জিতু কমল , সোহিনী সরকার , কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায় , অনুষ্কা চক্রবর্তী সহ অন্যান্যরা। পর্দার অপরাজিত রায় অর্থাৎ জিতু এই ছবিতে সকলের সামনে ধরা দেবেন অসীম চরিত্রে। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছবির শ্যুট।
তার আগে চলবে প্রস্তুতি পর্ব। সব ঠিক থাকলে আগামী বছর পুজোয় মুক্তি পাবে জিতু – সোহিনী জুটির ‘অরণ্যের দিনরাত্রি’।
এর আগে অরুণ রায়ের পরিচালনায় তৈরি ‘হীরালাল’, ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’, ‘এগারো’-র মতো ছবিগুলি সমালোচক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে। আপাতত পরিচালক ব্যস্ত ‘বাঘাযতীন’ ছবির কাজ নিয়ে।
কিছুদিন আগেই সামনে এসেছে সে ছবির প্রথম ঝলক। সেই ছবিতে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম ভূমিকায় অভিনয় করছেন দেব। ‘বাঘাযতীন’-র কাজ শেষ করেই ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির পরিচালনায় হাত দেবেন তিনি।