প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : এসভিএফের প্রযোজনায় বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ পর্দায় তুলে আনছেন পরিচালক অনির্বাণ। ১৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে অনির্বাণের ‘বল্লভপুরের রূপকথা’।
ওয়েবসিরিজ পরিচালনায় সাফল্যের পর এবার একেবারে পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করছেন অনির্বাণ ভট্টাচার্য্য। এসভিএফের প্রযোজনায় বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ -কে পর্দায় তুলে আনছেন পরিচালক অনির্বাণ।
এর আগে ‘মন্দার’ ওয়েবসিরিজের হাত ধরে পরিচালনায় পা রেখেছিলেন অভিনেতা। আর এবার বড়পর্দায় অভিষেকের জন্য কোমর বাঁধছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ‘বল্লভপুরের রূপকথা’ হরর কমেডি। অর্থাৎ, মজার মোড়তে ভৌতিক গল্প শোনানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।
জানা গিয়েছে, ‘বল্লভপুরের রূপকথা’য় উঠে আসবে বল্লভপুর রাজবাড়ির শেষ বংশধরের অবাক করা এক গল্প। জরাজীর্ণ রাজবাড়ির বাসিন্দা মাত্র ২ জন। তাদের আর্থিক পরিস্থিতি রাজবাড়ির মতোই জরাজীর্ণ।
গলা পর্যন্ত ঋণে ডুবে দুজন। ঋণ মেটানোর মত সম্পত্তিও অবশিষ্ট নেই। তাহলে কী করে চলে এই দুই বাসিন্দার জীবন? উত্তর মিলবে ১৭ সেপ্টেম্বর। বাংলা ছবিতে হরর কমেডির উদাহরণ বেশ কম। ‘বল্লভপুরের রূপকথা’ হালকা চালের গল্প হলেও পরতে পরতে চমক লুকিয়ে থাকবে।