প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : চুল সাদা, চামড়া কুঁচকে গিয়েছে, চোখে চশমা, আগে থেকে না জানলে বলা এই ৭০ ঊর্ধ্ব বয়স্ক বুড়িমা আসলে অভিনেত্রী শুভশ্রী। তাঁকে দেখে চমকে উঠেছে নেটপাড়া। পরিণীতা ছবিতে স্কুল পড়ুয়া হিসাবে চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভশ্রী। এবার বয়স্কার চরিত্রে আরও একবার নতুন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত তিনি।
‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পোস্টারে সত্যিই শুভশ্রীকে চেনা দায়। ৫ পূর্ণ করে ৬-এ পা দিল হইচই। সেই উপলক্ষে তাঁরা ২৫টি নতুন সিরিজ, সিনেমার ঘোষণা করেছে। সেই তালিকায় ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবুর পাশাপাশি জায়গা করে নিল ‘ইন্দুবালা’।
কল্লোল লাহিড়ির ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস নিয়েই এই সিরিজ আনছেন দেবালয় ভট্টাচার্য। পরিচালক জানিয়েছেন, পর্দায় ইন্দুবালার বয়স ১৬ থেকে ৭৫ বছর। তবে ইন্দুবালার ২৫-৭৫ দেখানো হবে।
এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। আর সংসার ও সন্তানপালনের জন্য খুলবেন ভাতের হোটেল। এই মহিলার জীবনসংগ্রামই ফুটে উঠবে ওয়েব সিরিজে।