সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : উত্তরকাশীতে তুষারঝরে মৃত অমিত কুমার সাউয়ের নিথর দেহ দমদম বিমানবন্দর থেকে মহেশতলার ১৪ নম্বর ওয়ার্ডের বেলেডাঙ্গায় তার নিজের বাসভবনে নিয়ে আসা হল। সম্পূর্ণ সরকারি খরচায় মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানেই অমিতের দেহ নিয়ে আসা হয়। জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের ১২ তারিখ নাগাদ ৪১ জনের একটি পর্বতারোহী দলের সঙ্গে গিয়েছিল অমিত কুমার সাউ।
উদ্দেশ্য ছিল ট্রেকিং সহ একটি বিশেষ অ্যাডভান্স কোর্সে যোগদান করা। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। অক্টোবর মাসের ৪ তারিখ নাগাদ তুষার ঝড়ের কবলে পড়ে ওই পর্বত আরোহী দলের সদস্যরা। তাতে অন্যান্য কয়েকজনের সঙ্গে নিখোঁজ হয়ে যান অমিত। অমিতের স্ত্রী এবং আট বছরের এক পুত্র সন্তান বর্তমান। অমিত নিজেও একটি প্রাইভেট সংস্থায় কর্মরত ছিলেন।
ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেস,যুব তৃণমূল কংগ্রেস এবং মহেশতলা পৌরসভার উদ্যোগেই নুঙ্গি শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয় অমিতের।