সংবাদ ভাস্কর :
অনিয়মিত বৃষ্টির কারণে চলতি মরশুমে ডেঙ্গু সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে । কলকাতা পুর এলাকায় ইতি মধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির ।
সম্প্রতি সাস্থ্য দপ্তর জানাচ্ছে, রাজ্যে ডেঙ্গিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯২ জন, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৯৫. দুই রাজ্যে মোট আক্রান্ত হয়েছিলেন ৩৭, ৭৪৬ এবং ২৮, ০৭০ জন । হাওড়া ও হুগলি জেলায় ইতিমধ্যেই যথাক্রমে ৩২৩০ এবং ২৫০৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । পুরনো রেকর্ড ভেঙে ডেঙ্গিতে নতুন রেকর্ড গড়ার পেছনে এই বার উত্তর ২৪ পরগনার পাশে আছে হাওড়া , কলকাতা , হুগলি , জলপাইগুড়ি , দার্জিলিং ও মুর্শিদাবাদ ।
রেকর্ড অনুযায়ী সালে আক্রান্ত তুলে ধরা হলো :
২০১৯ – ২৮, ০৭০
২০২০ – ১৬৮৮
২০২১ – ১৭৮৯
২০২২ – ২৪,৭০৮
তথ্যসূত্র – কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রক ও রাজ্য সাস্থ্য দপ্তর |
বেহালা থেকে সায়ন্তন পালের রিপোর্ট |