সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : আগামী ৫ দিন তপমাত্রারও বিশেষ কোনও পরিবর্তন থাকবে না বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। অন্যদিকে বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টির পর আজ থেকেই উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ারও উন্নতি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আগামিকাল বৃষ্টিপাত আরও কমবে উত্তরবঙ্গে। আর ১৫ তারিখ থেকে পরবর্তী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে।
তবে আসন্ন কালীপুজোর (Kali Puja 2022) সময় সুপার সাইক্লোনের যে আশঙ্কার কথা বিভিন্নমহল থেকে শোন যাচ্ছে, সেই বিষয়ে এখনই কোনও খবর নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এক্ষেত্রে তেমন কোনও পরিস্থিতির পূর্বাভাস থাকলে তা ঠিক সময় ঘোষণা করা হবে বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে, ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আগামী ৪-৫ দিনের মধ্যে মধ্য এবং পূর্ব ভারতেরও কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নেবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।