সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক বছর ১৭-এর যুবকের। ঘটনাটি ঘটে নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে বাটা ব্রিজের কাছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মহেশতলার বাটা নগরে মেলা দেখতে আসে শেখ মাসুম।
মেলা দেখে বাড়ি ফেরার জন্য বজবজ শিয়ালদহ শাখার নুঙ্গি স্টেশন থেকে ট্রেন ধরে। নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে বাটা ব্রিজের কাছে ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক। এরপর তাঁর বন্ধুরা কোনওভাবে আকড়া স্টেশনে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাকে খুঁজতে খুঁজতে দৌড়ে যায়। বন্ধুরা এসে দেখতে পায় শেখ মাসুম ট্রেন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছে।
ওই যুবক মেটিয়াবুরুজ কারবালা এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিস। এরপর রেল পুলিসের আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।