সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : শহর দুর্গাপুরের বুকে একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দুর্গাপুর বাসীর কাছে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। দুর্গাপুর তথা রাজ্য ব্যাপী সে আম্ফান হউক বা করোনা সব সময়েই মানুষের পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করেছে এই সংগঠনটি ।

এক কথায় বলতে গেলে এই সংগঠনটি যে একান্তভাবেই সাধারণ মানুষের মনের মোনি কোঠায় বিশেষ স্থান অর্জন করেছে , সেই বিষয়টি এক প্রকার স্পষ্ট। বুধবার দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দুর্গাপুরের রামমোহন এভিনিউর 18 রুম হোস্টেলে একটি বিজয়া সম্মিলনী অন্সুঠানের আয়োজন করে।

এদিনের এই অনুষ্ঠানে শহর দুর্গাপুরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ যেমন উপস্থিত ছিলেন , পাশাপাশি উপস্থিত ছিলেন শহর দুর্গাপুরের আরোও একটি মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান রাইটস অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ার সম্পাদক সৌরভ আইচ , স্বজন সুজন এর পক্ষ থেকে রেশমি আচার্য্য সহ আরও অনেকে ।