সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির তিস্তা চ্যানেল থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে।
-Advertisement-
ঘটনার বিষয় জানা গেছে বুধবার দুপুরে একজন ব্যক্তি ফুলবাড়ীর পশ্চিম ধানতলা এলাকায় তিস্তা ক্যানেলে মাছ ধরতে যান। একটি শিশুর মৃতদেহ জলের মধ্যে ভেসে থাকতে দেখতে পান তারা। এরপর তারা দ্রুত পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে শিশুর মৃতদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তদন্ত শুরু করেছে পুলিশ।