Sangbad Bhaskar News : রাহুল গান্ধীর ভারত জোড়ো আন্দোলনের অংশ হিসেবে এ রাজ্যেও আজকের থেকে শুরু হয়েছে সাগর থেকে কার্শিয়াং পদযাত্রা।
আজকের সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের কপিলমুনি মন্দির চত্বর থেকে এই পদযাত্রার সূচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
এদিন ওই পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ প্রদেশ নেতৃত্ব। বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবীতে ও এ রাজ্যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এই পদযাত্রা। যাত্রাপথে তুলে ধরা হবে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে।
