

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ভারতীয় দলের আজ Fighting Spirit কে দেশ থেকে বিদেশ সকলেই কুর্নিশ জানিয়েছেন।
ঋষভ পন্থের ৯৭ রানের সঙ্গেই হনুমা বিহারী ও রবিচন্দ্র অশ্বিনের ৬২ রানের পার্টনারশিপ সত্যিই ইতিহাসের পাতায় লেখার মতো।
একাধিক ক্রিকেটার চোট আঘাতে জর্জরিত তার মধ্যেই বুক চিতিয়ে দাঁতে দাঁত রেখে লড়েছেন।

