Behalaকলকাতাপশ্চিমবঙ্গশিরোনাম এই মুহূর্তে
Trending
বেহালা রায়বাহাদুর রোডে বারিক পাড়ার কাছে একটি ইলেকট্রিক সামগ্রিক গোডাউনে আগুন লাগে আজ সকালে –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেহালা রায়বাহাদুর রোডে বারিক পাড়ার কাছে একটি ইলেকট্রিক সামগ্রিক গোডাউনে আগুন লাগে আজ সকালে। একটি সংকীর্ণ গলির মধ্যে আগুন লাগে। এই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকতেন একজন ব্যক্তি।
ওই ব্যক্তি সকালে ঠাকুর পুজো করার জন্য ধূপ জ্বালিয়ে বাইরে বেরিয়ে যান। পুলিশের প্রাথমিক অনুমান ওই ধূপ থেকেই আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে ।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কে প্রথমে অনেক বেগ পেতে হয়েছে কারণ যেহেতু সংকীর্ণ গলির মধ্যে একটি ঘরে আগুন লাগে। দমকলের কর্মীরা যথেষ্ট দ্রুততার সঙ্গে কাজ করছে। এলাকা পুরো সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে বেহালা থানার পুলিশ।