আন্তর্জাতিক খবরশিরোনাম এই মুহূর্তে
Trending
চীনে স্বর্ণ খনিতে বিস্ফোরণ, মাটির নিচে আটকা পড়েছে ২২ শ্রমিক –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : চীনে একটি স্বর্ণের খনিতে বিস্ফোরণে অন্তত ২২ জন শ্রমিক আটকা পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে। তবে তারা এখনো জীবিত আছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের শিচেং এলাকায় গত রবিবার দুপুর দুইটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এ কারণে উদ্ধারকারী দল এখনো আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ফলে ওই শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে সবাই চিন্তিত।