

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ফেসবুকে আলাপ তার পরেই দেখা সাক্ষাৎ আর সেই সূত্রেই নানা সময় ওই মহিলার বেশ কিছু ছবি তোলে ওই যুবক। মতিগতি ভাল না দেখায় বন্ধ করে দেন যোগাযোগ ঐ মহিলাটি এবং ব্লক করেদেন ফোন নম্বরটি। অনুমান করা হচ্ছে আক্রোশের জেরেই প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘৃণ্য পথটি বেছে নিয়েছেন ওই যুবক।
সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলাটি এরপরই তৎপর হয় পুলিশ প্রশাসন।
তদন্ত শুরু করে তারা অসম থেকে গ্রেপ্তার করে এনেছেন ওই যুবককে এবং তোলা হয়েছে ব্যাঙ্কশাল কোর্টৈ। যুবকের ফোনটি পরীক্ষাগারে পাঠানোরও ব্যবস্থা করা হয়েছে।