

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেসুরো তালিকা যেন কমছেই না তৃণমূলের। ক্রমেই একের পর এক নেতা বেসুরো হয়েই চলেছে।
এবার বেসুরো হলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা মোহন বসু। তিনি বলেন বর্তমানে যিনি জেলা সভাপতি তার হাতে দল সুরক্ষিত নয় একেবারে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন দলের সভাপতির বিরুদ্ধে।
এ ব্যাপারে জলপাইগুড়ির তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী কে জিজ্ঞাসা করায় উনি বলেন মোহন বাবু অনেক সিনিয়র মানুষ উনি দলের কথা দলের মধ্যে আলোচনা করতেই পারতেন, প্রকাশ্যে এভাবে বলাটা ঠিক নয়। আমরা নিশ্চয়ই ওনার সাথে যোগাযোগ করব।