

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সদ্যোজাতের জন্মের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। সামাজিক মাধ্যমে সদ্যোজাতের ছবি দিতে চাননি কারণ সন্তানের জন্মের পর কিছুটা একা সময় কাটাতে চেয়েছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হল না, তা স্পষ্ট হয়ে গেল। সোশ্যাল মিডিয়া জুড়ে মার কোলে নবজাতকের ছবি দেখা যেতে শুরু করেছে সব জায়গায়।


সন্তানের জন্মের পর পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে তবেই ফের মাঠে ফিরবেন বলে জানান বিরাট কোহলি।
আবার অন্যদিকে অনুষ্কা সন্তানের জন্মের পর ঘর গুছিয়ে ফের অভিনয়ে ফিরবেন বলে জানান।
Peeping Moon নামের একটি ওয়েব পোর্টা-এর দাবি, সদ্যোজাতের নাম রাখা হয়েছে আনভি। যার সংস্কৃত অর্থ মহালক্ষ্মী।