

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আজ বুধবার দুপুর ১২.৩০ এর মধ্যে জেলায় জেলায় ভ্যাকসিন বন্টনের কাজ প্রায় দোরগোরায়। জানা যাচ্ছে কলকাতার জন্য ৯৩ হাজার ভ্যাকসিন রাখা হয়েছে।
গতকাল মধ্যরাত থেকে বুধবার মধ্য রাতের মধ্যে ভ্যাকসিন বণ্টনের কাজ শেষ করার চেষ্টা চলছে তৎপরতার সঙ্গে। যাতে ১৬ ই জানুয়ারি থেকে যুদ্ধকালীন এই পরিস্থিতিতে শুরু হয় ভ্যাকসিন দেওয়ার কাজ।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রথম সারির কোভিড যোদ্ধার টিকাকরণের খরচ জোগাবে কেন্দ্রীয় সংখ্যা। প্রথম ধাপে ৩ কোটি কোভিড যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে বলে সোমবার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বাকিদের কী হবে? বৈঠকে জানতে চান মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।
সব মিলিয়ে ২৮ টি জেলার জন্য বরাদ্দ হয়েছে ৬৪৪৫০০ টি ভ্যাকসিন । জেলার পর এবার শুধু হাসপাতগুলিতে পৌঁছানোর প্রহর গুনছে মানুষ।