

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বর্তমানে সোনা রুপার দাম মানুষের কাছে আকাশছোয়া আর সেই সোনা যদি পাওয়া যায় নদীতে তালে তো আর কোনো কথাই নেই । ওই যে বলা হয় ‘ভাগওয়ান যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে’।
মধ্যপ্রদেশের রাজগড়ের পার্বতী নদী তীরবর্তী ঘটনা।কয়েকজন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে পান মোগল আমলের সোনা ও রুপোর মুদ্রা ।ব্যাস! এই খবর প্রচার হবার পর শিবপুরা ও গরুড়পুরা এলাকার বাসিন্দারা গুপ্তধন পাওয়ার আশায় শুরু করে খননকার্য।
পরে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজগড়ের কালেক্টর নীরজ কুমার জানান, কিছুদিন আগে নদীর ধারে কয়েকটি প্রাচীন মুদ্রা খুঁজে পেয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। পরীক্ষা করে দেখা গিয়েছে সেগুলি ব্রোঞ্জ ও লোহার।