

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : স্বনির্ভরতা প্রকল্পে সবার আগে বাংলা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের রিভিউ মিটিং এ মিলেছে এই স্বীকৃতি।
গাড়ির স্টিয়ারিং থেকে ঘরোয়া অর্থনীতি চাবিকাঠি এখন বাড়ির মহিলাদের হাতে।
এই বিপুল সাফল্যের ফলে উৎসাহিত পঞ্চায়েত দপ্তর। আনন্দধারা ছিল এই প্রকল্প রূপায়নের দায়িত্বে। আনন্দধারার অর্থাৎ এই প্রকল্পের রাজ্যের কর্তা সৌরজিত দাস জানান সর্বভারতীয় রিভিউ মিটিং এ এই সাফল্যের কথা স্বীকৃতি দিয়েছে। এবং তিনি আরো জানান এই প্রকল্পে সফল জেলা উত্তর 24 পরগনা।
12 থেকে 15 হাজার টাকা রোজগার করেছেন এই প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের মহিলারা একথা জানিয়েছেন রাজ্যের প্রশাসন। পণ্য পরিবহন এবং যাত্রী পরিষেবার মাধ্যমে।