দেশের খবরশিরোনাম এই মুহূর্তে
Trending
লাভ জেহাদ’ ধর্মান্তরকরণ বিরোধী আইনে প্রথম মামলা দায়ের হলো উত্তর প্রদেশে –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দৃষ্টান্তমূলক শাস্তির আইন এনেছে যোগীর রাজ্য উত্তর প্রদেশে। ইতিমধ্যেই অর্ডিন্যান্স এনে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন এনেছে যোগীর রাজ্য।
অপহরণ করে ধর্মান্তরকরন, না করলেই খুনের হুমকি এমনটাই অভিযোগ দায়ের করেছেন মেয়েটির বাবা এমনটাই জানিয়েছেন বরেলি গ্ৰামীণ পুলিশ সুপার সনসার সিং।