পুলিশকে মারধরের ঘটনায় ১ আধ্যাপক সহ ২ জনকে গ্রেফতার করলো পুলিশ –


সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : পুলিশকে মারধরের ঘটনায় ২ জনকে গ্রেফতার করলো পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। গতকাল ঝালদা থানার ইচাগ গ্রাম পঞ্চায়েতের মেসো গ্রামে জমি সংক্রান্ত ঝামেলা পুলিশ গেলে সেখানে পুলিশকে ধরে ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। এক জন পুলিশের সাব-ইন্সপেক্টর হেমন্ত সাহা বাবু আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে ঝালদা ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে আনা হয়।


পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশকে মারধরের ঘটনায় ১২ জনের নামে ও আরো ১৫- থেকে ২০ জন এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ দায়ের করেছে ঝালদা থানার পুলিশ। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে ঝালদা থানার পুলিশ।


তাদের মধ্যে একজনের নাম কাঞ্চন তেওয়ারি, ও অন্য জনের নাম রিতেশ তেওয়ারি, তিনি রাঁচি ইউনিভার্সিটির বাংলা বিভাগের অস্থায়ী অধ্যাপকের কাজে যুক্ত। তাদের বিরূদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। নিজেদের হেফাজতে নেওয়ার জন্যে কাঞ্চন তেওয়ারিকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
বাইট হেমন্ত সাহাবাবু/আহত পুলিশ অফিসার।